Wellcome to National Portal
Main Comtent Skiped

Vision & Mission

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি ১৯৮৪ ইং সালে কার্যক্রম শুরুর  সময় হতে ফেনী জেলার কৃষি, শিল্প ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে খাদ্যে সয়ংসম্পূর্নতা অর্জন, বৃহৎ-সহ মাঝারি ও ক্ষুদ্র শিল্পের ব্যাপক প্রসার এবং শিক্ষা-স্বাস্থ ও তথ্য প্রযুক্তি বিকাশের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে ভোলা জেলা তথা সারা বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে দেশব্যাপী পরিচালিত পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের একটি অংশরুপে কার্যকর ভূমিকা পালন করে চলেছে।  লাভ নয়, লোকশান নয়- গ্রাহকগনই প্রকৃত মালিক ও সেবক মূলনীতিতে এবং সমবায় ভিত্তিতে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি-এর কার্যক্রম পরিচালিত হয়। রুপকল্প (vision) : ফেনী পবিস এর আওতাধীন সবল জনগনকে গুণগতমানের বিদ্যুৎ সরবরাহ করা। অভিলক্ষ (Mission) : জুন/২০১৮ সালের মধ্যে অত্র পবিসের আওতাধীন সমগ্র জনগোষ্ঠীকে (প্রতটি ঘরে) বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়া।